শিরোনাম
গাইবান্ধায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৪ উদযাপিত।
বিস্তারিত
অদ্য ০৭ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, গাইবান্ধায় ৭ম জাতীয় নিরাপদ খাদ্য দিবস- ২০২৪ উদযাপিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য -
"স্বাস্থ্য, পুষ্টি ও সমৃদ্ধি চাই,
নিরাপদ খাদ্যের বিকল্প নাই"।
দিবস
উপলক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, গাইবান্ধা এর আয়োজনে এবং জেলা প্রশাসন, গাইবান্ধা এর সার্বিক সহযোগিতায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ এবং বিপণন সংশ্লিষ্ট প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।