Title
পলাশবাড়ী উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
Details
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয় গাইবান্ধা এর আয়োজনে ১৪ ফেব্রুয়ারি, ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, পলাশবাড়ী, গাইবান্ধা এর সম্মেলন কক্ষে পলাশবাড়ী উপজেলার ৫০ জন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগণের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের ৫০ জন প্রধান ও সহকারী শিক্ষক উক্ত কর্মশালায় অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষকগণ নিরাপদ খাদ্য নিশ্চিতে সুচিন্তিত মতামত উপস্থাপন করেন। উক্ত
কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মো: মিলন মিয়া। কর্মসূচিতে সভাপতিত্ব করেন জনাব মো: কামরুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার, পলাশবাড়ী, গাইবান্ধা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ কে এম মোকছেদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান, পলাশবাড়ী, গাইবান্ধা।
জনস্বার্থে এ ধরণের কর্মসূচি অব্যাহত থাকবে।