Title
জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি, গাইবান্ধা এর ৪র্থ সভা অনুষ্ঠিত।
Details
জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটি, গাইবান্ধা এর ৪র্থ সভা অনুষ্ঠিত।
অদ্য ২০ ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ তারিখে জেলা প্রশাসন, গাইবান্ধা ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, গাইবান্ধা এর আয়োজনে জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির ৪র্থ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো: অলিউর রহমান।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মো: জাহিদ হাসান সিদ্দিকী; সিভিল সার্জন, গাইবান্ধা ; উপপরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর,গাইবান্ধা; জেলা মৎস্য কর্মকর্তা; জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা; জেলা খাদ্য নিয়ন্ত্রক, গাইবান্ধা; সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা; গাইবান্ধা চেম্বার অব কর্মাস এর প্রতিনিধি; ক্যাব প্রতিনিধি; সাংবাদিক; সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলার খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ ও খাদ্য ব্যবসায়ের সাথে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত থেকে গুরত্বপূর্ণ মতামত প্রদান করেন এবং আনীত সিদ্ধান্ত অনুসারে পরবর্তীতে সকলে দৃঢ়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
উক্ত সভাটি সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা নিরাপদ খাদ্য অফিসার ও জেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য সচিব জনাব মো: মিলন মিয়া।