Title
গোবিন্দগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত।
Details
গোবিন্দগঞ্জ উপজেলায় জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত।
অদ্য ১৫ ডিসেম্বর, ২০২২ খ্রি. তারিখে উপজেলা প্রশাসন, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা এর সহযোগিতায় এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, গাইবান্ধা এর আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধায় সংশ্লিষ্ট উপজেলার জনপ্রতিনিধিদের অংশগ্রহণে নিরাপদ খাদ্য বিষয়ক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলহাজ্ব প্রকৌশলী মোঃ মনোয়ার হোসেন চৌধুরী, পি.ইঞ্জ, মাননীয় জাতীয় সংসদ সদস্য, ৩২ গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ)। উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আরিফ হোসেন এর সভাপতিত্বে উক্ত কর্মসূচিতে সঞ্চালনা করেন গোবিন্দগঞ্জ পৌরসভার দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মো: মামুনুর রশিদ এবং মূল প্রবন্ধ উপস্থাপনা করেন গাইবান্ধা জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ মিলন মিয়া।
উক্ত সভায় উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।