Title
সাদুল্লাপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত।
Details
সাদুল্লাপুর উপজেলায় শিক্ষা প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত।
অদ্য ১০ মে, ২০২৩ খ্রি. তারিখে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, জেলা কার্যালয়, গাইবান্ধা এর আয়োজনে ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয়, সাদুল্লাপুর, গাইবান্ধায় শিক্ষার্থীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন অত্র প্রতিষ্ঠানে অধ্যক্ষ জনাব আব্দুল মোন্নাফ প্রধান। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শিকদার কামরুল ইসলাম। এছাড়াও সাদুল্লাপুর উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক জনাব মোঃ গোলাম রাব্বানী এবং অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ মিলন মিয়া।
উক্ত কর্মসূচিতে সঞ্চালনা করেন গাইবান্ধা জেলা কার্যালয়ের নমুনা সংগ্রহ সহকারী জনাব দীপক কুমার রায়।
নিরাপদ খাদ্য বিষয়ক আলোচনা শেষে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার প্রদান করা হয়