Title
গাইবান্ধায় ইফতার প্রস্তুতকারী খাদ্যকর্মীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত।
Details
গাইবান্ধায় ইফতার প্রস্তুতকারী খাদ্যকর্মীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃৃপক্ষ, জেলা কার্যালয়, গাইবান্ধা এর আয়োজনে ২৭ মার্চ, ২০২৩ খ্রি. তারিখে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন, গাইবান্ধায় ইফতার প্রস্তুতকারী খাদ্য কর্মীদের নিয়ে নিরাপদ খাদ্য বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণ কর্মসূচিতে গাইবান্ধা জেলা হোটেল-রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি জনাব মো: তাবারক হোসেন; জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আব্দুস সালাম; ইসলামিক ফাউন্ডেশন, গাইবান্ধা জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মোঃ মিরাজুল ইসলাম; গাইবান্ধা জেলা কৃষি বিপণন কর্মকর্তা জনাব মোঃশাহ্ মোয়াজ্জেম হোসেন আলোচক হিসেবে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন গাইবান্ধা জেলা নিরাপদ খাদ্য অফিসার জনাব মোঃ মিলন মিয়া। কর্মসূচিতে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত উপায়ে ইফতার প্রস্তুত, বিক্রয়, সংরক্ষণ এবং এ সংক্রান্ত প্রয়োজনীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করা হয়।